
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সাথে থাকা কোটি কোটি টাকা মূল্যের বেদখল হয়ে যাওয়া প্রায় এক একর সরকারি খাঁস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের দখলে থাকা মূলবান এই মূল্যবান জমি উদ্ধার করলো।
আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ অভিযানে সহায়তা করেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভুমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের পেশকার, জিহন আলি, দামুড়হুদা মডেল থানা পুলিশ। # #
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন