
...রক্তে কেনা বিজয় আমার
মায়ের চোখে জল,
বীর শহীদে জীবন দিলো
ব্যাথায় নীলোৎপল।
মাতৃভূমি স্বাধীন হলো
বিশ্ববাসী দেখে,
বুকের তাজা রক্ত দিয়ে
সেই ইতিহাস লেখে।
যুদ্ধ শেষে বিজয় আসে
সুখ পেলো অন্তর,
আনলো বিজয় বীর বাঙালি
ষোলই ডিসেম্বর।
*বিজয় দিবসের লেখা*
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন