
আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
ছাতকের গোবিন্দগঞ্জে ঝিলমিল ডেকোরেটার্সের উদ্দোগেও অর্থায়নে প্রায় ৬শতাধিক বন্যা দুর্গত অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
বৈরি আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মঙ্গলবার ঝিলমিল ডেকোরেটার্সের পরিচালক মউর আলীর তত্ত্বাবধানে আব্দুল হক স্মৃতি কলেজ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্ছ বিদ্যালয়, ট্রলারঘাট ও গোবিন্দগঞ্জ পয়েন্টে এলাকায় বিতরণ করা হয়।
ঝিলমিল ডেকোরেটার্সের পরিচালক মউর আলী, সুহেল আহমদ, মাষ্টার পংকজ দত্ত, মাসুক মিয়া ও সাংবাদিক আতিকুর রহমানের নেতৃত্বে আব্দুল হক স্মৃতি কলেজ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্ছ বিদ্যালয়, ট্রলারঘাট ও গোবিন্দগঞ্জ পয়েন্টে এলাকায় বন্যা দুর্গত পানিবন্দী পরিবারের মধ্যে ভ্যান গাড়ী দিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন